ইচ্ছে ছিলো,
স্বপ্নপরীর পাখা মেলে
তুমি আমি দূর-দূরান্তে
হারিয়ে যাবো খুসির হাসি হেসে।


ইচ্ছে ছিলো,
দোপাটি ফুলে খোঁপাটি বেঁধে,
পাহাড় -মরুর আকাশ,বাতাস
তোমায় নিয়ে যাবো ভেসে।  


ইচ্ছে ছিলো,
তোমায় নিয়ে পাড়ি দেবো
সাত সমুদ্র তের নদীর ঐপাড়েতে
সোনার- রূপোর কাঠির দেশে।


ইচ্ছে ছিলো
মনের মতো হারিয়ো যাবো
কেউ পাবেনা ছুঁতে মোরা
মেঘ বালিকার বেশে।
    --------