হোস্ যদি তুই সাগর ;
তবে আমি সাগরের গভীরে
পাড়ি দেওয়া সাবমেরিন।
হোস্ যদি তুই পুকুর ;
তবে আমি তরঙ্গ সৃষ্টকারী
ছোট্ট একটি ঢিল।
হোস্ যদি তুই মহীরুহ ;
তবে আমি কুরে কুরে ক্ষয়ের
জন্য ক্ষুদ্র বল্মীক।
হোস্ যদি তুই ভীম পালোয়ান;
তবে আমি বক্ষদেশ ভেদ করার
জন্য সামান্য গুলি।
হোস্ যদি তুই বোমা-বারুদ ;
তবে জানিস্, আমি এক
চুটকি অগ্নি ফুল্কি।
হোস্ যদি তুই বিশাল পাহাড় ;
তবে আমি নিমেষেই ধ্বংস
করার ক্ষমতাধারি ভূমিকম্প।
১০-১০-২০১৭ ইং ;
২৩ ই আশ্বিন ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।