দিনের শেষে
লিখে রাখি,
দিনলিপির খাতায়।

দুঃখ সুখের
অমর স্মৃতি
সাজিয়ে রাখি পাতায়।

হিসেব বিহীন
প্রতি পাতায়
কতো ঘটনার বাস।

কালো ক্রমে
তা নিশ্চয়
হবে ইতিহাস।


০২-১০-২০১৭ ইং ;
১৫ ই আশ্বিন ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।