হৈমন্তী প্রভাতে শিশির ঝরার ছন্দে
অসময়েই আজ ঘুম ভেঙ্গে গেলো।
বাইরে শোনা যাচ্ছে কাকেদের নানান
সুরের ডাক, পাখির কিচিরমিচির আর
উড়ে চলতে ডানা ঝাপটানোর শব্দ।
ঘড়িটা টিকটিক করেই চলছে,
এতো তাড়া, বুঝি ট্রেন ছুটে যাচ্ছে।
দূরে কা'রা গান গেয়ে ছুটছে,
নাম নাকি মঙ্গলা। ভোরেই গাইতে হয়।
সারা কার্তিক মাস জুড়ে গাইতে থাকে।
ওরা গেয়ে চলে বাড়ি বাড়ি, রাস্তায় রাস্তায়।
শীতের আমেজে হাল্কা ঘুমের ঘোরে
সেই গান লাগে বড়ই শ্রুতি মধুর।
আবেশে ভোরের ঘুমটা আরো আসে চাপিয়ে।
কম্বল জড়িয়ে বিছানায় বসে আজ...
হঠাৎ মনে হল জানালাটা একটু খুলি।
বাইরের রাতের আঁধার কাটেনি তখনো।
কনকনে ঠান্ডা হাওয়া বইছে,তারা
যেন জানালা খুলার আপেক্ষায়ই ছিলো;
কুয়াশা আরো ঝাপসা হয়ে আসছে
আমার জানালায় ভিতর দিয়ে...


১৫-১১-২০১৭ ইং ;
২৮ ই কার্তিক  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।