চুপচাপ সহে চলি সভ্যতারে,
শুধু দেখছি ছোট্ট এক আঁটি
সৃষ্টির সম্ভার।
সেথায় চলছে বিয়োগের আড়ম্বর।
যোগের হিসাব তাদেরি হাতে।
ভাবটা যেন খাটি এমন,
কে হে তুমি নির্বোধ, অনবিজ্ঞ
এক নবীন অবেলায়,
অনেক বাকি এখনো ,
ঝিনুক কুড়াতে..
এই তো আঁকাবাকা গলি পথ,
তার সীমানা ছাড়িয়ে বড় রাস্তা।
এখন না হয় নেংটা পায়ে শুধু
হাঁটো বালুকা তটে...
******