নামটিই ছিলো শুধু শোনা
আর কিছু তো নয়।
বহ্নিশিখার মর্ম কথা
করলাম আমি জয়।
শুভ মহালয়ার পুণ্য লগ্নে
এর জন্ম তিথি।
রন্ধ্রে রন্ধ্রে ঘুরে ফিরে
কাটিয়ে দিলাম ভীতি।
কবি সাহিত্যিক শিল্পী আরো
সকল গুণী জন।
বহ্নিশিখার এই আসরে
সবার আমন্ত্রণ।
ভাবছি বসে এই শুভক্ষণ
কেন দেবো ছাড়ি।
বহ্নিশিখায় তাইতো আমার
হলো হাতে খড়ি।
মহালয়া ২০১৬ ইং ;
আশ্বিনমাস ; ১৪২৩ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।
বিঃদ্রঃ=
গতবছর বহ্নিশিখা ম্যাগাজিনের ২৬ বছর পূর্তি
উপলক্ষে আমি এই কবিতা লিখে অনুষ্ঠানে পাঠ
করেছিলাম।