কোনো কোনো মুহূর্ত হয় দারুণ সুখের,
আবার কোন মুহূর্ত হয় করুন বেদনার।
এই মুহূর্তগুলোকে নিজের মতো করে,
কিছুতেই সাজাতে পারিনা শত চেষ্টাতে।

কিছু বন্ধুতে আসে জীবনের পরম তৃপ্তি নিয়ে,
আবার কেহ আসে দিতে নয় শুধু নিতে।
এই দেওয়া নেওয়ার মাঝের মুহূর্ত গুলিতে
কত ঘটনা বয়ে যায় কে তার হিসাব রাখে।

বিজ্ঞানের লক্ষ সৃষ্টির মাঝে এক অনন্য সৃষ্টি;
ক্যামেরা। যা এখন মোবাইল মাধ্যমে প্রায়  
সকলের হাতে হাতে। তাই তো সুযোগ পেলেই
যে কেহ যখনতখন চ্যাঞ্চে মারে ডান্স।

জ্ঞানিগুনি থেকে শুরু করে ঝি চাকর
কেউ এই বিজ্ঞানের পরশপাথর থেকে
দূরে নয়।তাই তো ইন্টারনেটের মাধ্যমে
রোজ প্রকাশ হয় সকলের হাড়ির খবর।



৮-১-২০১৮ ইং ;
২৩ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।