এইকি হাড় কাঁপুনি শীত দেশে এলো রে বাবা,
যতো ই পেচাই গরম কাপড় তবুও বসায় থাবা।
শীত তাড়াতে আগুন জ্বালি কাছে যাহা পাই।
ভিজা কাঠে আগুন দিতেই উঠলো ধোঁয়া ছাই।
ধোঁয়ার তান্ডবে এবার হলাম দিশেহারা।
শুকনো কাগজ যা ছিলো আগুনে দিলাম সারা।
এবার আগুন জ্বলছে ভীষন করে দাউদাউ।
সামনে আগুন,পিছনেতে শীতে করে ঘাউ।
আগে পিছে ঘুরে ফিরে আগুন তাপাই।
রাতের বেলা খাবার খেতে মুসকিলেতে যাই।
লেপের ভিতর ঢুকলে পরে পাই যে ভারি মজা।
হাড় কাঁপুনি শীতে এবার দিলো ভীষণ সাজা।
৯-১-২০১৮ ইং ;
২৪ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর
ভারত।