হে বাবা, জানাই হ্যাপি বার্থ ডে টু ইউ,
কেমন আছো,আশিস রাখি ভালো থেকো
সারা জীবন। নীরোগ দেহে, মনে,প্রাণে
আনন্দ আর সাফল্যের শিখরে স্থান
হউক তোমার। সেখানে তুমি বিরাজ
করো বীর সম পূর্ণ দাপটের সাথে ।
দেখতে দেখতে টিন্ এজ টা টা দিলো।
তুমি আর ছোটটি নেই, এখন বড়।
আজ প্রথম বারের মতো জন্মদিনে
তুমি মায়ের কাছ থেকে অনেক দূরে।
আর এটা হলো দূরত্বের হাতে খড়ি।
এর পর ক্রমান্বয়ে চলবে এ ঘড়ি।
সৃষ্টির এ নিয়মে অশ্রু সিক্ত নয়নে
বলি, শুভ হউক তোমার জন্ম দিন।


                ******

রচনাকাল :-
২৩-০২-২০১৮ ইং
১০ ফাল্গুন,  ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।


আজ আমার ছেলের ১৯ তম জন্ম দিন,আপনারা সবাই  ওকে আশিস দিবেন,আজ প্রথমবার সে এই দিনে আমার কাছ থেকে অনেকদূরে।ধন্যবাদ সবাইকে।