আসবে তুমি
গৃহে ফিরে।
আশা ঘুরে
তোমায় ঘিরে।
প্রহর গুণে
আঁধার হতে,
আলোক রাশি
ধরলো ফিতে।
গেটের কড়ি
নেবে গুনে,
বরণ হবে
শুভ ক্ষণে।
ধীরে ধীরে
পায়ে পায়ে,
এগিয়ে এসো
গৃহ ছায়ে।
২০-০৬-২০১৮ ইং ;
৫ আষাঢ় ; ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।