প্রচারের পাঠ চুকে গেলো কাল, আজ
চারদিক এমন থমথমে হয়ে আছে যেন
কোনো আসন্ন ঝড়ের আগাম বার্তা শুনা
গেলো, সবাইর মনে এক'ই প্রশ্ন কি হবে?
নেতা মন্ত্রী যারা অন্য রাজ্য থেকে এসেছে
যে যার কুর্সিতে পুনরায় চলে গেল। দেশের
নেতারা এবার বাড়ি বসে শেষ প্রচার চালিয়ে
যাচ্ছে ব্যক্তিগত মোবাইল ফোনের মাধ্যমে।
যারা ভোট গ্রহনের বিভিন্ন সরকারি কাজে
নিয়োজিত, তারা নিজেদের মালপত্র গুছিয়ে
সকাল বেলা থেকেই রওনা দিলো গন্তব্যের
অভিমুখে, সরকারের নির্দেশ অনুযায়ী।
-------
বি: দ্র:- কাল আমি পাতায় থাকতে পারবো না,
কারো কবিতা ও পড়তে পারবো না। কারণ ভোট গ্রহনের কাজে ব্যস্ত থাকবো।ধন্যবাদ সকলকে।
রচনাকাল :-
১৭-০২-২০১৮ ইং
৪ ফাল্গুন, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।