রাত জাগা পাখি আমি
গুনি ভেড়াদের পাল।

কর্ম হীনা তাই আমি
বেছে যাই চালে ডাল।

সমুদ্র সৈকতে গিয়ে
গুনে যাই শুধু ঢেও।

রাশি রাশি বালি গুনি
দেখেও দেখেনা কেউ।

মন্দিরের প্রাঙ্গনেতে
শুধু কান পেতে শুনি।

ভক্তরা মন্দিরে কতো
বাজালো ঘন্টার ধ্বনী।

আকাশের পানে চাহি
গুনে যাই তারা দল।

গুনে গুনে ভুল করি
বেয়ে আসে চোখে জল।



১৫-১২-২০১৭ ইং ;
২৮ ই অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।