আয়রে সোনা আয়রে ময়না
গল্প বলি আয়।

একুশ বুঝি দোরগোড়াতে
আসছে পুনরায়।

রাষ্ট্র করলো চারটি খন্ডে
বৃটিশের জাত।

বাংলা দেশের বাংলা ভাষায়
পাকিস্তানের হাত।


উর্দুই হবে রাষ্ট্রের ভাষা
জানালো সরকার।


বাংলা মায়ের সোনার সন্তান
করলো অঙ্গীকার।


দেশের তরে দশের তরে,
বাংলা মায়ের তরে।

রক্ত দেবো জীবন দেবো
রাখবো ভাষা ধরে।

ভাষা যুদ্ধে শহীদ হলো
তাজা তাজা  প্রাণ।

বিশ্বের বুকে এঁকে দিলো
বাংলা ভাষার মান।


৷৷ *****।।