গোলাপ রোজ একটি ,
সে চয়ন করতো গুল্ম থেকে।
ঘুম থেকে উঠেই শূন্য বিছানা।
সাথী নিরুদ্দেশ।
তার দেখা মিলতো মুচকি হাসিতে।
হাতে গোলাপ ধরে দাঁড়িয়ে থাকা।
কেমন যেন বোকাবোকা ভাব।
মনের আনন্দে হাত বাড়াই
কাটা পাতা বোটা সহ ফোটন্ত
কুয়াশা ভেজা টাটকা গোলাপে।
খুবকাছেই ভ্যালেন্টাইন ডে।
সবচেয়ে বড় গোলাপ কুড়িটিকে
রোজ নজরে রাখতো সে দিনের জন্য।
মনের আনন্দে সিঁড়ি বাইছে।
ফিরলো মলিন বদনে,
চক্ষু চড়কগাছ,
তাঁর হাত শূন্য।
গোলাপের নিশান নিঃশেষ।
আরো বড় প্রেমিক দ্বারা
গোলাপকূল হরণ হয়েছে কাকভোরেই।
আমি হাসি সামলিয়ে বলি,
গোলাপ চুরি গেছে তাতে কি,
আজ গোলাপ নয়,স্বয়ং মালী চাই।


            ******