শব্দরা ভিড় করে আসে রাতের আঁধারে ,
ভাদ্রের বৃষ্টির মতো হালকা ছুঁয়ে
বুকে দোলা দিয়ে, দৌড়ে চলে যায়।
আমি সারা রাত ঘুমের ঘোরে পিছু ছুটতে থাকি।
আবছা অন্ধকারে হাতড়িয়ে হাতড়িয়ে
নিয়ে আসি করাল কাঁকড়।
তা দিয়েই যত্নে লালন করে গেঁথে ফেলি
মনের গজমতিহার।
********