এক বিশাল যুদ্ধ জিতব বলে মান অপমান,
রাগ হুঙ্কার স্তুপ পাকানো
আরো কত যুদ্ধে হেরেছি জিতেছি।
নিজেকে লুকিয়ে আচড়ে ক্ষত বিক্ষত করেছি।
সাথে তোমাকেও...
আজ সেগুলো অতীত।
শুকনো রক্তের কালচে রেখায় দাঁড়িয়ে
বিজয়ের ঝান্ডা হাতে -
তুমি যেমনি থাকো
গদি তো আমারই।
***