হাড়কাপুনি শীতের কোপে
কটকটানি দাঁত।
গৃহকর্মে শীতল জলে
খন্ড যেন হাত।
লেপকম্বল কম্পন করে
পৌষের কড়াল ঘায়ে।
তোষক জাকিয়ে ঘুমান,
লেপকম্বল গায়ে।
কোলবালিশ কোলে শুয়ে
মোবাইল নিয়ে পাশে।
মিলেমিশে গেইম খেলে।
মিটমিটিয়ে হাসে।
কর্তামশাইর চরম হুকুম
চা পকুড়া গরম।
হেসেল ঠেলতে গিন্নীর
দশা হলো চরম।
---------