তোমার ও কথা যেমন,
সেক্সপিয়ার, হা হা হা....
সেক্সপিয়ার হতে পারলাম কৈ।
আফিং এর নেশাও আমার নেই।
তবে আছে প্রবল ঘুমের নেশা।
আমি আজ যখন তখন ঘুমাতে পারি।
মনে পড়ে সে সব দিনের কথা,
কতো রাত ভেড়ার পাল গুনে কাটিয়েছি।
ঘুমের বড়ি ভরসা ছিল রোজকার।
আজকাল সে ঝামেলা থেকে মুক্ত।
আমার ভেড়ার ফার্ম শূন্য।
তবে সেক্সপিয়ার আমি নই।
এই মনের আবেগে দু-একটি কথা
লিখে ফেলি ঘুমঘুম চোখে ব্যাস।
কি যে লিখি সাপ ব্যাঙ তা তুমিও জানো।
আমিও জানি।
তবু অভ্যাস হয়ে গেছে লেখার।
নেশাকর, প্রচন্ড নেশাকর।
রোজই ঘুমঘুম চোখে দু চার লাইন।
ব্যাস,তার পর আর জ্ঞান থাকে না।
পরদিন জেগে আমার আমিকে খুঁজে ফিরি।
******