সামনেই মোর পরিক্ষার হাট
পড়া হয় ছাই।
ক্ষুদ্র ক্ষুদ্র পোকার জ্বালায়
বাঁচার উপায় নাই।
দিনের বেলা মাছি জ্বালায়
রাতে জ্বালায় মশা।
মশা মাছির জ্বালায় জ্বলি
হায়রে করুণ দশা।
মাছি মশাই সুড়সুড়ি দেয়
মশা বাবুর বিরক্তি।
ওদের থেকে বেঁচে থাকতে
আছে কার শক্তি।
লাঠি লাঠা কামান দাগা
সবই মানে হার।
যতো মারি আরো বাড়ে
এ কি কারবার।
ঘরের ভেতর ঘর টাঙ্গিয়ে
ডুকলাম হাঁটু ভেঙ্গে।
বুড়ো আঙ্গুল দেখিয়ে দিলাম
আমি কতো ঢঙ্গে।
দাঁত খিচিয়ে মশা মাছি
করে আস্ফালন।
সাহস থাকলে বেরিয়ে এসো
করে আমন্ত্রণ।
নিরাপদে নিরিবিলি
হাতে নিয়ে বই।
ঘুমের দেশে পাড়ি দিলাম
পড়া হলো কই।
রচনাকাল :-
১২-০৪-২০১৮ ইং
২৮ চৈত্র, ১৪২৪ বাংলা,
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।
ভারত।