না, না, আমি তো আর মানা করি
না কোন কিছুতে।তুমিতো তাই
চেয়েছিলে, তাই না; আমি পারবো
সব কিছু। শুধু একটু যত্ন করতে হবে
আর কিছু সময় দিতে হবে এইতো,ব্যাস।
আমি তাই করেছি ;মনের মাঝে
এনেছি সাহস, পারতেই হবে।রাম
পারে,স্যাম পারে,যদু পারে,তবে,
তবে আমি কেন পারবো না, হ্যাঁ
পারবো।আমিও পারবো,আমি পারবই।
জানো এই পারবো'র বীজ রোপন
করেছি ;আর মন্ত্রের মতো কাজও
করেছে।আমি পারছি;ভীষণ আনন্দ
লাগছে।আমি চিৎকার করে বলছি,
দ্যাখো, তুমি দ্যাখো, আমি পারছি।
ভীষন উৎসাহ পেলাম। মনের ভিতর
আনন্দে কি যে তোলপাড় হচ্ছে তা যদি
তোমায় মনটা খুলে দেখাতে পারতাম,
তখন আমার ভীষণ ভালো লাগতো।
এ সাফল্য শুধুমাত্র আমার একার নয়।
একার পক্ষে এ সাফল্য আনা কিছুতেই
সম্ভব হতো না। যদি না তুমি আমায়
অনুপ্রেরণা জোগাতে। তুমি সময় দিয়েছ।
চিত্তে সাহস দিয়েছ।তাই, তাই সম্ভব হয়েছে।
এ সাফল্য তোমার উৎসাহ দানেরই ফসল।
৫-১-২০১৮ ইং ;
২০ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর
ভারত।