ফুচকা খাবো ছিলো আশা
কড়ি নিয়ে গাটে।
চুপি সারি কাছে গেলাম
গুটি গুটি হেঁটে।

এক মনে এক চিত্তে
তাকিয়ে আছি হাতে।
বিন্দু বিন্দু ঘাম জমেছে
ফুচকা ওয়ালার মাথে।

ফোটা ফোটা টপস টপস
ঝরতে লাগলো ঘাম।
দশ টাকায় সাত ফুচকা
সর্বত্র এই দাম।

তেতুল গোলা জলে থেকে
আঙ্গুল হলো সোটা।
আলু সেদ্ধ মাখছে ভীষণ
লঙ্কা কয়েক গুটা।

ঝাকে ঝাকে ছেলে মেয়ে
বাঁধে সেথায় জট।
কালো হাতের তেতুল গোলা  
গিলছে ফটা ফট ।        

জিভে বুঝি জল এলো
ফুচকা দেখি বারে।
চক্ষুঃ কলা গাছ হলো
তরিকা দেখার পরে।

ফিরছি  কড়ি গাটে নিয়ে
ভেবে চিন্তে কতো।
ফুচকা খাওয়া হয়ে গেলো
জনম জনমের মতো।


     *******