কতো প্রহর গুনেছি একা জাগিয়া ঘোর রজনী,
আনন্দেতে আহ্লাদিত আমি হবো তোমার ঘরনি।
কতো ছবি রচেছি মনেমনে,
রেখেছি হৃদয়েতে সযতনে।
তোমাতে আমাতে হলো দেখা মাঘী পূর্ণিমা দিনে,
এসেছিলে যবে সবান্ধবে মিলিতে আমার সনে।
রচনাকাল :-
৯-০২-২০১৮ ইং
২৬ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।