স্বপ্ন,স্বপ্ন দেখালে কতো ছলাকলা দিয়ে,
খাঁচায় ভরলে পাখি ঘরের কোণায় নিয়ে।
       ধুরন্দর, তোমরা করলে ছল,
      মনুষত্বহীন যতো পাষণ্ডের দল,
দানাপানি সহ দিবানিশি বন্দিনী পাখী খাঁচায়,
আলো বাতাসের আশায় তার ডানা ঝাপটায়।


রচনাকাল :-
৮-০২-২০১৮ ইং
২৫ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।