তুমি আসবে ভেবে কাটিয়েছিলেম কতো যে বেলা,
বিনা সূতোয় গেঁথেছিলেম পরিণয়ের সে মালা।
          তোমায় ভেবে হতাম আনমনা,
          ধূলোতেও দেখিতাম মুক্তোকণা।
খুশির দোলায় দোলিত মোর অলস সময় গুলো,
মনের ঐ গহনে জ্বলিত সদাই লক্ষহীরার আলো।
                          -------



ভাবনা




রচনাকাল :-
১০-০২-২০১৮ ইং
২৭ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।