পুনঃ ফিরে তাকাই যবে অতীত পানে চেয়ে,
এখনো বেদনাময় অশ্রুঝরে দুনয়ন বেয়ে।
           চারিদিকে তার স্মৃতি
           কানেকানে গায় গীতি।
আমায় বাঁধিলো ভীষণ কুচক্রীরা চারিধারে,
আমি কেঁদে মরি দিবানিশি বন্ধ কারাগারে।





রচনাকাল :-
৭-০২-২০১৮ ইং
২৪ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।