আমি স্তরে স্তরে সোনালি স্বপ্ন করেছিনু সঞ্চয়,
অপার আনন্দে এসেছিনু তোমায় করিতে জয়।
দিবানিশি মোর বক্ষ মাঝে লো,
আনন্দ বীণার তান বাজিলো,
যেথায় চোখ পড়ে, সেথায় দেখেছিনু তব ছায়া,
সকরুণ চাহনিতে আমি দেখেছিনু তব মায়া।
------
রচনাকাল :-
৯-০২-২০১৮ ইং
২৬ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।