জঠরেতে রেখে নয়মাস
নিলাম কোলে টেনে।
অস্পষ্ট কথার বুলে
যেতাম জগৎ ভুলে।
বুকে বড়ই বাজতো
সে একটু ব্যথা পেলে।
উচ্চশিক্ষার নেশায় তারে
দূরে দিলাম ঠেলে।
তারপর দিবানিশি
নিঃসঙ্গ পথ চলা।
জীবনপথের চড়াই উৎরাই
যায় কি সবই বলা?
পথ পানে চেয়ে চেয়ে
রই আশায় বসে।
আসবে পুনঃ ঘরে ফিরে
মোর প্রতিক্ষার শেষে।
০৫-১১-২০১৭ ইং ;
১৮ ই কার্তিক ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।