না চাহি যাহা
বারে বারে তাহা
ঘুরিয়া ফিরিয়া আসে।

নহে সে প্রীত
নহে সে মিত
ছায়ার মতো রহে পাশে।

যতো বার তারে
দূর করি বারে
প্রাণপণ করি তাড়া।

নাগপাশে মোরে
বাঁধে চারি ধারে
পাই না কিছুতেই ছাড়া।



১৩-০৯-২০১৭ ইং ;
২৭ ই ভাদ্র  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।