তোমারঐ দুর্বোধ্যতা আমাকে
আকর্ষক করেনা মোটেই।
আমি অবাক হয়ে ভাবি
তুমি বঙ্কিম বাবুর কাছ থেকে
কিছু শব্দ ধার,না না ধার বলা
যাবে কেনো,তুমি তো সে যুগের নও!
বরং চুরি বলাই সঙ্গত। হ্যাঁ চুরি।
কিছু কঠিন শব্দ জোড়া দিয়ে
কবিতার আসর মাতিয়ে নিলে।
লোকে বাহবা দিচ্ছে বারবার।
আমি আদিঅন্তঃ কয়েক বার পড়েছি।
কিন্তু পাঠোদ্ধার করতে পারলাম না।
বিশেষজ্ঞের আমি শরণাপন্ন ।
ওরাও বোকা আমার মতোই।
আমরা চালাক হলাম না আজও।
তুমিকি বুঝবে আজ থেকে অনেক
বছর পর তোমারই কবিতার মানে।
আমার তো সন্দেহ হয় এই ব্যাপারে।
তখন না হয় কাউকে ডেকে নিও।
*****