তুমি বড় হও,
অনেক বড়।
না,না,না,দেহে বড় নয়।
মনে বড় হও।
আবার এতো বড় ও নয়,
সব উজাড় করে দিয়ে
শূন্য ও নিঃস্ব হাতে বসে পড়।

তুমি সাফল্যে বড় হও।
কৃতি,যশ তোমার ললাট স্পর্শ করুক।
তুমি সাফল্যে অন্তিম সিঁড়ি ছুঁয়ে নাও।
আমি নিচে দাঁড়িয়ে
তোমায় উৎসাহ দিয়ে যাবো।
নীচের মানুষ গুলো উপর থেকে
অনেক ছোটো ছোটো দেখায়।
তুমি চিনবে কি আমায়।
হাত বাড়িয়ে নাগাল পাবো না তোমায় !
তুমি হাত বাড়াবে কি তখন !

নাই বা ধরলে হাত আমার।
নাই বা চিনলে তুমি।
তবু বড় হও, মস্ত বড় ।
দেশের সম্পদ বাড়িয়ে চলো।
দূর থেকে চেয়ে চেয়ে আমি শুধু দেখবো,
আর সুখের অশ্রু ঝরাবো ।

        -----



০৫-০৮-২০১৮ ইং ;
১৮ শ্রাবণ  ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।