দিশাহারা  পথিক এক ঘুরছে একা ;
কোথাও আপন তার মিলিল না দেখা।
নাহি অন্ন, নাহি বস্ত্র,নাহি বাসস্থান,
শত ছিন্ন বস্ত্রে তার লুকায়িত মান।
কি খাবে! কোথায় যাবে,নাহি তার দিশা,
হেঁটেই চলে শুধু হাঁটাই তার নেশা।
কোন কূলের বধু,কোন ঘরের মেয়ে,
কেনো ই বা চলে এলো, বাড়ী থেকে ধেয়ে।
আছে কি কোন এক ইতিহাস কাহিনী,
সে করুণ ব্যথীর ব্যথা জানে এ ধরনী।
আমি তো ভালোবেসে দিয়েছি এ মন।
আমরাও  ইতিহাস রচি প্রতিক্ষণ।
আমি তোমাকে খুঁজি হয়ে দিশাহারা,
সদাই চলি তাই, যেন পাগলপারা।



রচনাকাল :-
১৭-০১-২০১৮ ইং
৩ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।