একদিকে ধুূতুরা অন্যদিকে গোলাপ,
হয় উপোষ, না হয় দিনের শেষের দিকে
সামান্য ফলমূল, সাবু, কলা, বেল এসব,
অন্যদিকে রেস্তোরাঁর লোভনীয় খাবার....
কদিন ধরে চলছে মনের সাথে মুখের দ্বন্দ্ব,
গোলাপ ও ধুূতুরা একে অপরের প্রতিদ্বন্দ্বী।
কিন্তু আমি ঠিক মাঝবরাবর দাঁড়িয়ে আছি,
দুটোই সমান দূরত্ব, দুটোই সমান গুরুত্ব....
চোখ বন্ধ, মন একাগ্র করে কপালের দুটো
ভ্রুর মাঝে সন্নিবিষ্ট করে রাখলাম কিছুক্ষণ ,
অন্তর হতে সাড়া পেলাম গোলাপ তো রোজ
ফোটে, কিন্তু ধুতুরা বছরে এই তো একদিন.....
রচনাকাল :-
১৫-০২-২০১৮ ইং
২ ফাল্গুন, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।