নয়ন ভরে দেখেছি তার নয়ন ভরা জল,
ঝরেও সেই ঝরেনা তবু ঝলক টলমল।
ঝর্ণা কতো ঝরে পড়ে পাথর গায়ে ঘেসে,
হরিৎবনে বিন বাজিয়ে মিলিয়ে যায় শেষে।
কুলও গেলো শ্যামও গেলো পড়ে দীর্ঘশ্বাস,
ছপছপিয়ে জল ঝরে তার ঘরে বারোমাস।
রাঁধন বাঁধন সয় কি গায়ে মনযে উচাটন,
কাদের সাথে বলবে কথা করবে আলাপন।
আমৃত্যু তার মৃত্যু সাথী জীবন বশে কাশে,
কাশীধামে ঠাঁই কি আছে গঙ্গোত্রীর পাশে।
মাঝ নদীতে উঠলে রে বান মাঝি ধরে হাল,
গাঙচিলেরা প্রাণের টানে উড়ে পালে পাল।
সন্ধ্যা হলে সাঁজের বাতি জ্বলে ঘরে ঘরে।
অাঁধার নামে রুক্ষ রূপে তার ধরনীর ধারে।

              ---------