ধন্য জনম
স্বার্থক মরণ
ভারত মাতার বুকে।
ভারত মাতা
তোমাদের চোখে,
বাঁচার স্বপ্ন আঁকে।
তোমরা থাকো
পাহাড় পর্বতে
হিমেল তপ্ত বালুকায়।
শত আঘাত
বুক পেতে ধর
টলো না বন্দুকের ঘায়।
পরিবার পরিজন
পিছে পড়ে রয়
ভারত মাতা আগে।
সংসারের সুখ
স্বপ্নেতেই থাকে,
বাস্তবে জুটেনা ভাগে।
সুখ রজনী
তুলতুলে গদি
নিদ্রা যাই সুখে।
সসস্ত্র পাহারায়
থাকো রাতভর
ব্যথা ভরা বুকে।
----+++----
১৬-০৭-২০১৮ ইং ;
৩১ আষাঢ় ; ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।