নাম যাই হোক না কেন,
তবে দেখা ও চাপার ইচ্ছে ছিল ষোলোআনা।
প্রথম অভিযাত্রীর শখ্ কোন কালেই আমার ছিলো না, একদিন হলেই হলো।
তবে সে ক্ষন যেন মধুর ও মঙ্গলের হয়।
বিলম্ব হলেও বিলীন হয় নি,
সূক্ষ্ণ দানা উত্তম পরিবেশে ডাগর হলো।
ফুলে, ফেঁপে, পর্বে, পর্নে।
প্রজাপতি রঙ্গিন পাখা মেলে ধরে,
হেলেদুলে এগোতে থাকে বাতাস কেটে।
খালবিল নদীনালা পার হতে থাকে।
শত শত চাকা ঘুরতে থাকে আপন অক্ষে।
সাথে যুগলবন্দী হয়ে তার চির সাথি।
তার'ই মাঝে স্বাদ নিচ্ছি পাকাপাকি,
সেই অচেনার আনন্দের।