থরথর কাঁপে আজি
দীপাবলির দীপ।
হারিয়েছে যেন
আপন জ্যোতি।
বাজি-পটকা ও
হারিয়েছে বাক্।
কোন এক
অজানা শঙ্কায়।
সাজিয়ে চলেছে গৃহী
মঙ্গল দীপ। লালশাড়ী,
কপালে লাল টিপ।
পরিণীতা সেজেছে
স্বর্ণালংকারে।
সিঁদুর কেঁদে মরে
সতীর সিঁথির 'পরে,
হাতে মঙ্গল দীপ।
শিশু পুত্র মগ্ন ;
তারাবাজি আর
পটকা বাজি  নিয়ে।
জানেনা তারা ঘরের
অন্ন, বস্ত্র,আর
আনন্দের সংস্থান
শব হয়ে কফিন বন্দী
গৃহাভিমুখের উদ্দেশ্য।
দেশ মাতার রক্ষার্থে
নিজের প্রাণ আহূতি
দিলো ঐ শত্রুদের
হাতে।আজ শহীদের
সন্তানের মাকে রক্ষা
করে কোন জন।


১৯-১০-২০১৭ ইং ;
১লা কার্তিক  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।