মাছির জীবনে বেঁচে আছি ;
স্থায়িত্ব হীন ভাবে।
তাড়া খেয়েও
উড়ে উড়ে পুনঃ আসি।

মাঝেমাঝে ভাবি
ফিরবো না আর তোমাদের মাঝে।
আবারো ফিরি প্রাণের টানে...

আমার বিবেক একান্তে বলে,
কি হবে এতো অভিমান রেখে।
কেউ চিরকাল রবে না আসন জুড়ে।
আজ চোখ বুজলে কাল দুদিন।
না ই বা হলো  বুঝাপড়া।

কাউকে না কাউকে তো
দায়িত্ব নিতেই হয়।

যদি নাই বা কেহ নিলো,
না হয় নিজে কাঁধেই নিলাম।


         ******