মনের দুয়ার খুলে।
বিভেদ ভ্রান্তি ভুলে।

দুদিনের জীবন খানি,
মায়াবী এই রজনী।

এসোতবে গল্প বলি,
নাহয় লুডো খেলি।

দেবকি হাত বুলিয়ে
গুণগুণিয়ে গান শুনিয়ে।

চলোযাই ঘুরে আসি,
দীঘির পাড়েতে বসি।


হাতেহাত ধরে হাঁটি,
দক্ষিণা বাতাস খাটি।

বাতাসে বেণু বাজে।
স্বর্গ ধরার মাঝে।

চলোমোরা স্বর্গ গড়ি
দুহে করি গড়াগড়ি ।।


     ------
১৯-০৮-২০১৮ ইং ;
২ ভাদ্র  ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর,উত্তর ত্রিপুরা
ভারত।