ছুটি, ছুটি, ছুটি,
স্কুল এবার ছুটি,
বাঁধন গেলো টুটি,
খাবো গরম রুটি।

নিত্য দিনের ছুটা,
বন্ধ দিনেক গোটা,
গাছে আমের ঝুটা,
ছুড়ে মারি খুটা।


বিন্নী ধানের খাবো খৈ,
সাথে গামছা বাঁধা দই,
মেঘের ডাকে উঠে কৈ,
চাষি খেতে দিচ্ছে মই।


দূর-দূরান্তে ছোটে মন,
অবসর কাটে ক্ষণ,
সাথে কৈ আপনজন।
বৃষ্টিবিন্দু গাহে ভজন।

        --------




রচনাকাল :-
২১-০৪-২০১৮ ইং
৭ ই বৈশাখ ,  ১৪২৫ বাংলা,
ধর্মনগর ,উত্তর ত্রিপুরা।
ভারত।