চোরের ঘরে চুরি
-----------------
গহীন তুহিন দুটি বন্ধু
গভীর অন্তরঙ্গ।
দুই জনই পেশায় পটু
খুঁড়িতে সুরঙ্গ।

গহীন খুঁড়ে মাটি যখন
তুহিন পাহারাদার।
সিটি দিয়ে সতর্ক জারি
করেন সমজদার।

ভাগাভাগি করে পণ্য
যাহা সংগৃহীত।
নাহি ভেদাভেদ কভু
নাহি অস্বীকৃত।

কালক্রমে বন্ধু দুই
পরিণয় সারিলো।
বুদ্ধি বৃতি স্তৈন তুহিন
কুবুদ্ধি বাড়ালো।

এক দিন দৈব যুগে
এরূপ ঘটিলো।
ব্যাধি গ্রস্ত তুহিন চোরা
গৃহেতে রহিলো।

গহীন চোরা স্ত্রী সম
রজনী  তমসায়।
স্বর্ণ রৌপ্য বসন বাসন
হাতালো সহসায়।

প্রাত কালে গহীন গৃহে
ভোজন আয়োজন।
চক্ষু স্থির সম্পদে লোভ
নাহলো সংবরণ।

ঘুম পিল ছড়ায়ে দিলো
খাবারের 'পরে।
দিনে ডাকাতি করে নিলো
গহীনের ঘরে।

কর্ম শেষে নিজে কিছু
করিলো আহার।
ঘুমে বিভুর গহীন গৃহে
করিলো বিহার।

নিদ্রা অন্তে গহীন চোরা
করে হায়হায়।
স্তৈন তুহিন পড়ে রইলো
গহীনের ধরায়।

-----+----


২৩-০৭-২০১৮ ইং ;
৬ শ্রাবণ  ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।