ছক্কা......ধ্যাৎ তরিকা কানা।
ছক্কা.......... তিন।
না,আর না,
আমি চলে যাই।
এই ছাই পাশ আমি খেলবো না।
এই ছক্কা বলতে বলতে গলা শুকিয়ে কাঠ।
তবু দেখা মেলে না
ভগবানকে এতোবার ডাকলে
হয়তো তাঁকেও পাওয়া যেত।
কিন্তু ছক্কা....
ছক্কার কাছে পরাধীন ।
না বাবা না,আমি না।
আমি স্বাধীনচেতা মানুষ।
না গায়ের জোর খাটে,
না বুদ্ধির জোর।
শুধু ছক্কা আর ছক্কা,
মানে ভাগ্যের জোর।
ভাগ্যদেবীর আমার সাথে আড়ি।
ইনি হাত ধুয়ে বসে আছেন।
আমিও বাবা,তেল মাখাই না,
আমি বুদ্ধি দিয়ে আদায় করি
না হয় একনিষ্ঠ কাজ করে।
কিন্তু, কিন্তু আর সময় কৈ?
****