বর্ষা নামে আকাশ ভেঙে গভীর ধারায় ,
সৃষ্টিরা প্রলয়ের সাথে করে মিতালি রচনা।

ধ্বংস আর লয় চলে সমান্তরাল পায়ে,
কার হিসেব কখন মিলে কে জানে।

কথায় আছে; বাটের কিল ভূতেও কিলায়।
আমার বাটের লিখন কার হাতে লিখা,
দুহাত তন্নতন্ন করে খোঁজেে বেড়াই ;
কোথায়  বাটের হিসেব, পাই নি তো।

অদ্ভুত সব পতঙ্গরা কিলবিলিয়ে ঘুরে চারপাশে।
কোন ফিনাইলে অরুচি তা জানা নেই।

আমার মিতালী রাখার সুটকেস ভেঙে চৌচির।
চোখের তারায় ভেসে ওঠে নিশাচরের আনাগোনা।  
রাত ভর চলে চোর আর চৌকিদারের পাহারা ।
আমার চোখে শুধু ঘুম আর ঘুম ।


     ***********