সাজায়ে রাখলে স্বপের বাণী,
অক্ষরে অক্ষরে জীবন খানি।
কলমে ছিলো হৃদয়ের গান,
ছন্দে আঁকা অমলিন প্রাণ।
কণ্ঠে ছিলো প্রেরণার কথা,
সদা ছিলে সাহিত্যের নেতা।

আজকে যখন নেই পাশে,
কবিতা তোমার চোখেতে ভাসে।
আমরা দাঁড়িয়ে শ্রদ্ধায় নত,
তোমার সৃষ্টির ছন্দে মত।
তুমি রবে আমাদের মাঝে,
কবিতার প্রতিটি পটে সাজে।
চিরকাল থাকবে এই মননে,
অমর রবে সব কালে-ক্ষণে।


নোটঃ  নিরঞ্জন দাস আমাদের ধর্মনগরের উত্তর ত্রিপুরার একজন কবি সাহিত্যিক। উনার অকাল প্রয়াণে আজ উনার বাড়িতে বৈষ্ণব সেবা যাচ্ছি প্রসাদ খেতে আমরা। শ্রদ্ধা জানাতে তাই এই লেখনি টুকু সাথে নিয়ে গেলাম। 🙏🙏🙏