আমরা ছাত্র আমরা শিশু
হবোই আমরা বড়।
রক্তে মাংসে সজীব মোরা
আমরা নইকো জড়।।
পিছিয়ে নয় এগিয়ে যাবো
হাতে রেখে হাত।
দেশ গড়তে চলো পড়ি
নিয়ে ধারাপাত।।
পিতা মাতা গুরু জন
চেয়ে আছেন মুখে।
ভালো মানুষ হয়ে তাঁদের
রাখবো মোরা সুখে।
দুর্বল নই সবল মোরা
প্রতি কাজে কর্মে।
লেখা পড়া শিখবো মোরা
শপথ এই মর্মে।
-----