শৈশব হারিয়েছি
বড় হওয়ার নেশায়।
যৌবন হারিয়েছি
শিক্ষকতার পেশায়।
কৈশোর চলে গেলো
স্কুল কলেজে ছুটে।
এবার শুধু বার্ধক্য
হাতে রইলো মোটে।
জীবনের আসল রূপ,
রস,গন্ধ আর।
পেশায়,নেশায় ছুটে
হলো ছারখার।
--+--
০২-১১-২০১৭ ইং ;
১৫ ই কার্তিক ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।