হারিয়ে গেলো ঘরের চাবি
দরজায় রইলো তালা।
আমার গিন্নীর বাঁকা কথা
কানে ধরায় জ্বালা।

শ্লেষ বাক্যের ভারের ধারে
দহন লাগে ক্ষণে।
মাথার তার ছিঁড়ে গেলেও
ধৈর্য্য রাখি মনে।

প্রিয়ার সাথে গোপন বাতে
ফোনে বলি হ্যালো।
আমার ঘরের চাবি তুমি
দেখলে কিনা বলো।

সদর দরজায় রইলো তালা
খিড়কি দরজায় চলি।
হায়রে চাবি গেলো কোথায়
কেমন করে বলি।

যেথাসেথা গেলাম তাতে
সন্ধান করি তাহা,
অবশেষে ভাঙ্গবো তালা
বুকে লাগে আহা।

গিন্নির মুখের কালো মেঘ
দেখন নাহি যায়।
চোখ সরিয়ে রাখলে তবু
হত বাক্যের ঘায়।

চোখ কান মুখ সব
বন্ধ বিনা তালায়।
দিন রাত কাটে এক
অ-সঙ্গতির খেলায়।

প্রেসের বাড়ী গেলাম আজি
নিয়ে কাজের দাবি,
সেথায় দেখি ঝুলে ঝুলে
হাসছে আমার চাবি।


চারি ধারে চেয়ে দেখি
কেউ কোথাও নেই।
পকেট বন্দি করে চাবি
বাড়িতে ছুট দেই।



রচনাকাল :-
২৪-০৪-২০১৮ ইং
১০ ই বৈশাখ ,  ১৪২৫ বাংলা,
ধর্মনগর ,উত্তর ত্রিপুরা।
ভারত।