ঘরে চাপ, বাইরে চাপ,
খাপ পেতে, আছে চাপ।

কাজে চাপ, সাজে চাপ,
অফিসে আছে, বসের চাপ।

ঘরে আছেন, মা বাপ।
তারাও দেয়, নানা চাপ।

চা খাবো, এক কাপ।
ব্লাড সুগারের, সেথায় চাপ।

বাজারে গেলে, দামের চাপ,
রাস্তা ঘাটে, গাড়ির চাপ।

চাকুরী পেতে, মার্কসের চাপ,
দোকান খুলতে, পুঁজির চাপ।

যেথায় যাই, সেথায় চাপ,
চাপ নাদেয়,বাপকেও মাপ।


      ***