রাগ-অভিমান হয় ভালোবাসার আগুনে পুড়ে ।
কখনো তার উচ্চতা পাহাড় ডিঙ্গিয়ে যায়।

অভিমানী ভালোবাসা রুক্ষ মরুভূমি !
অমাবস্যার চাঁদ ঘুটঘুটে অন্ধকার।
গুনতে থাকি বিচ্ছিন্নতার দিনগুলো।

বুকে পাথর চেপে একটার পর একটা
নিরাপরাধ ক্যালেন্ডারের নির্বাক পাতার,
ভবিষ্যতের দিনগুলো কাটতে থাকি ।


বিঃ দ্রঃ-"পাখী সব করে রব" লিটিল ম্যাগাজিনে প্রকাশিত হবে।

                     *****