অগ্রগামী ধায় অগ্রে
পশ্চাৎ গামী পিছে।
বিলাপ রোদন কাহার তরে
মাথা কুটি মিছে।
আমার যাহা আছে সব
রহিবে যেমন তেমন।
যাহা নহে নিজ বস্তু
আপন ভাবিবো কেমন।
পর সদা পরই হয়,
আপন ভাবি কেন।
মিছে সুখের পিছে ঘুরে
দুঃখ পাই হেন।
******
০৯-০৭-২০১৮ ইং ;
২৪ আষাঢ় ; ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।