যখন তখন ঝরো কেন
এই দুষ্টু বৃষ্টি।
পূজোর জামা কিনবো যে আজ
খাবো যে লাল মিষ্টি।
বাবা যাবেন মোদের সাথে
ফিরলে অফিস থেকে।
লাল টুক্ টুক্ দুটো জামা
কিনবো সুন্দর দেখে।
মা বলছে তৈরি হও
এই যে সোনা 'দৃষ্টি'।
অবশেষে বৃষ্টি তুমি
করলে অনাসৃষ্টি।
১১-০৯-২০১৭ ইং ;
২৫ ই ভাদ্র ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।